পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। পাশাপাশি দীর্ঘদিন থেকে বাংলার লোকসংগীতের ঐতিহ্যবাহী যন্ত্র ‘দোতারা’ নিয়ে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। নিজেও একজন দোতারাপ্রেমী ও বাদক। সংগীত, প্রবন্ধ, কবিতা, এবং কলাম-সহ বিভিন্ন বিষয় রচনার প্রতি তার রয়েছে বিশেষ টান।
ভ্রমণ বিষয়ক নানান অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকেই ঘুরুঞ্চিতে তার পদচারণা।