দক্ষিণ আমেরিকা

পৃথিবীর অনেক মানুষের কাছেই সাউথ আমেরিকা সবচে সুন্দর মহাদেশ, বিশ্বের সবচেয়ে দর্শনীয় ল্যান্ডমার্কগুলোর অধিকাংশই এই মহাদেশে অবস্থিত। এই দর্শনীয় প্রাকৃতিক ভূদৃশ্যের সাথে আদিবাসী জনগোষ্ঠীর নিবিড় সংযোগ এবং ইউরোপিয়ান অভিবাসীদের ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডে মহাদেশে এই মহাদেশে বিকশিত হয়েছে।

১ কোটি ৭৮ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই মহাদেশে ৪২ কোটি লোকের বাস। ১৪৯৪ সালে পর্তুগিজ এবং স্প্যানিশদের কলোনী স্থাপনের পর থেকে এই মহাদেশে জনসংখ্যা বাড়তে থাকে তবে বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং এশিয়া থেকে অভিবাসীদের আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

প্রায় ৩.৫ কোটি লোক লোক সাউথ আমেরিকার দেশগুলোতে ভ্রমন করেন। পর্যটকদের পছন্দের তালিকার সবার উপরে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, উরুগুয়ে, ইকোয়াডর, কলম্বিয়া এবং পেরু। ভ্রমণ গন্তব্যের মধ্যে অন্যতম হলো মাচু পিচ্চু, রিও ডি জেনেরিও, কার্টাগেনা অন্যতম।