ঘুরুঞ্চি পৃষ্ঠপোষক & উপদেষ্টা
বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন “ঘুরুঞ্চি”। ঘুরুঞ্চি গত ৫ বছর যাবৎ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ভ্রমণ বিষয়ক নানা রকম অলাভজনক (নট ফর প্রফিট) কর্মকান্ড চালিয়ে আসছে। আমাদের পৃষ্ঠপোষকেরা ঘুরুঞ্চির নানা কর্ম কান্ড ও অগ্রযাত্রায় আর্থিক পৃষ্ঠপোষন, গঠনমূলক উপদেশ এবং সমর্থন দিয়ে আসছেন। তারা আমাদের কর্মকান্ড বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেও সহায়তা করে যাচ্ছেন।
আমরা পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই… সবসময়।