উত্তর আমেরিকা হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম (২.১ কোটি বর্গকিলোমিটার) মহাদেশ। ২৩টি দেশেপ্রায় ৬০ কোটি লোকের বাস। যুক্তরাষ্ট্র, মেক্সিকো
কানাডা, গুয়াতেমালা, কিউবা, হাইতি এবং পানামা বড় দেশগুলোর মধ্যে অন্যতম। ইতালীয় পরিব্রাজক আমিরিগো ভেসপুচ্চির নামানুসারে এই অঞ্চলটিকে দ্যা আমেরিকাস নামকরণ করা হয়েছিল।
উত্তর আমেরিকা বলতে মূলত কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং গ্রীনল্যান্ডকেই বোঝায়। ছাড়া রয়েছে মধ্য আমেরিকার দেশ যেমন বেলিজ
কোস্টারিকা, এল সালভাদোর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামা এবং ক্যারিবিয়ান অঞ্চল যেমন ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, সেন্ট লুসিয়া, সেন্ট কিট্স ও নেভিস ইত্যাদি।
উত্তর আমেরিকার দেশগুলো সারা পৃথিবীর মানুষের কাছেই স্বপনের দেশ বলে বিবেচিত। প্রতি বছর প্রায় ২০ কোটি লোক উত্তর আমেরিকার দেশগুলোতে ভ্রমন করতে আসেন।