ঘুরুঞ্চি টিম

বাংলা ভাষায় প্রবাসীদের প্রথম পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন “ঘুরুঞ্চি” (ISSN 2653-7486)। ঘুরুঞ্চি টিম গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ভ্রমণ বিষয়ক নানা রকম অলাভজনক (নট ফর প্রফিট) কর্মকান্ড চালিয়ে আসছে।

” ঘুরুঞ্চি ম্যাগাজিনের কর্মকান্ড পরিবেশ বান্ধব এবং মিতব্যয়ের উদাহরণ “

ঘুরুঞ্চির নিয়মিত প্রকাশনা সংক্রান্ত প্রয়োজনে বিভিন্ন বিভাগে কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। আগ্রহী সবাইকে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। যে কেউ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন।