প্রাচীনকালেই পৃথিবীকে তিন ভাগে করা হয়েছিল, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ নামে। ইউরোপ ১ কোটি বর্গ কিলোমিটার আয়তনের এক বৃহৎ উপদ্বীপ। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ইউরোপে অবস্থিত। ইউরোপের প্রায় ৫০টি দেশের মধ্যে ২৭টি দেশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
প্রায় ৭৫ কোটি লোক ইউরোপের দেশগুলোতে বসবাস করেন। ইউরোপ নানা ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। আজকে আমরা ‘পশ্চিমা সভ্যতা’ নামে যা জানি তার মূলে রয়েছে ইউরোপীয় সংস্কৃতি।
গড়ে ৭৫ কোটি লোক লোক ইউরোপের দেশগুলোতে ভ্রমন করেন। পর্যটকদের পছন্দের তালিকার সবার উপরে রয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন, তুর্কেই, অস্ট্রিয়া এবং জার্মানি। সারা ইউরোপ জুড়ে রয়েছে চমৎকার যাদুঘর, দুর্গ, ঐতিহাসিক স্থান এবং অন্যান্য ঐতিহ্যবাহী আকর্ষণীয় স্থান।