পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ (৭৭ লক্ষ বর্গকিলোমিটার), জনসংখ্যা মাত্র ২ কোটি ৬০ লক্ষ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা হলেও মেলবোর্ন এবং সিডনি শহরের জনপ্রিয়তা সবচে বেশি। অস্ট্রেলিয়ায় মানুষের জীবনধারা, পরিবেশ, স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতার কারণে পুরুষদের গড় আয়ু ৮১ বছর এবং মহিলাদের গড় আয়ু ৮৫ বছর।
অস্ট্রেলিয়ায় ১২৫ মিলিয়ন হেক্টর বন রয়েছে, যা অস্ট্রেলিয়ার ভূমি এলাকার ১৬ শতাংশ। এটি বিশ্বের বনভূমির প্রায় ৩ শতাংশ। এখানে রয়েছে ৫১৬টি ন্যাশনাল পার্ক যাদের সম্মিলিত আয়তন ২৫ মিলিয়ন হেক্টরের বেশি। ইউনেস্কোর ১৯ টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে,
যার মধ্যে ১৬টিই প্রকৃতি ভিত্তিক। অস্ট্রেলিয়ায় পর্যটন অনেকটাই প্রকৃতি নির্ভর।
অস্ট্রেলিয়া বেড়ানোর জন্য বেশ জনপ্রিয়। প্রতিবছর প্রায় এক কোটি লোক এদেশে বেড়াতে আসেন। মূলত চায়না, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে পর্যটকেরা আসেন। প্রতি বছর প্রায় ৬০ লক্ষ বিদেশী পর্যটক অস্ট্রেলিয়ার প্রকৃতি দেখতে আসেন, এছাড়া প্রায় ২ কোটি স্থানীয় পর্যটক প্রকৃতিক পরিবেশে বেড়াতে আসেন। প্রতিবছর প্রায় আড়াই কোটি অভ্যন্তরীণ ডে ট্রিপ হয়ে থাকে।