পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা (আয়তন প্রায় ৩ কোটি বর্গকিলোমিটার) এবং জনসংখ্যা ১২০ কোটি। দাঙ্গা হাঙ্গামায় বিধ্বস্ত আফ্রিকায় রয়েছে ৬১টি রাষ্ট্র কিংবা সমমানের প্রশাসনিক অঞ্চল। প্রায় ৪ কোটি লোক বাস্তুচ্যুত।
আফ্রিকা একটি বিচিত্র মহাদেশ। পুরো মহাদেশের একতৃতীয়ংশই জনমানবহীন মরুভুমি (৯২ লক্ষ বর্গকিলোমিটার)। এছাড়া রয়েছে নিবিড় সবুজ অরণ্য, বিস্তীর্ণ তৃণভূমি, সুউচ্চ পর্বত এবং খরস্রোতা নদী।
আফ্রিকায় ৩,৯০০ এর বেশি ভাষার প্রচলন রয়েছে এবং এখানকার লোকেরা প্রায় ৫০০ টির বেশি ধর্ম পালন করেন।
আফ্রিকা হল সাফারির জন্য বিশ্বের এক নম্বর গন্তব্যস্থল। প্রতিবছর প্রায় ৭ কোটি পর্যটক আফ্রিকার বন্যপ্রাণী দেখার জন্য এবং রৌদ্রোজ্জ্বল আকাশ উপভোগ করতে এখানে ভ্রমণে আসেন। পর্যটকের সিংসহভাগ মরক্কো, মিশর, দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেন।