ঘুরুঞ্চি
বাংলাভাষী প্রবাসীদের প্রথম পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন “ঘুরুঞ্চি” (ISSN 2653-7486)। নির্বাচিত ভ্রমন গল্প, ভ্রমন সম্পর্কিত ছবি এবং ভিডিও আমাদের ওয়েবসাইট ফেসবুক গ্রুপ ঘুরুঞ্চির, ফেসবুক পেজ ঘুরুঞ্চি ম্যাগাজিনে (ISSN 2653-7486) প্রকাশ হতে পারে। এছাড়া নির্বাচিত ভ্রমন গল্প ঘুরুঞ্চি ম্যাগাজিনে প্রকাশ হতে পারে।
মায়ের মুখের ভাষা, আমাদের সকলের প্রিয় ভাষা বাংলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ম্যাগাজিনটিতে বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার করতে আপ্রাণ চেষ্টা করছি।
একটি অলাভজনক সংস্থা হিসাবে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের ভূমিকাকে বিশেষভাবে মূল্যায়িত করে থাকি। আমাদের স্বেচ্ছাসেবকদের প্রত্যেকে তাদের ব্যক্তিগত সময়, জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, প্রতিভা দিয়ে ঘুরুঞ্চি ম্যাগাজিনের নানাবিধ কর্মকান্ডে নানা অবদানের মাধ্যমে ঘুরুঞ্চি ম্যাগাজিনের নানা মিশনকে এগিয়ে নিতে সাহায্য করছে। একজন স্বেচ্ছাসেবক হিসাবে আপনার দক্ষতা, আগ্রহ এবং কার্যক্ষমতা যেনো আমাদের কাজের সাথে মেলে তা নিশ্চিত করার জন্য আপনারা যে কাজগুলি করতে আগ্রহী আমাদের টিম তার একটি রূপরেখা তৈরি করবে। ঘুরুঞ্চিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আপনার নিজস্ব দক্ষতার বিকাশ করতে পারেন, প্রকৃতি নির্ভর পরিবেশ বান্ধব কর্মকান্ডে নিয়োজিত হয়ে আত্মিক ও মানুষিক প্রশান্তি অর্জণ করতে পারেন এবং সামাজিক ভাবে বিশেষ মূল্যায়ন পেতে পারেন।









