ঘুরুঞ্চি

বাংলাভাষী প্রবাসীদের প্রথম পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন “ঘুরুঞ্চি”  (ISSN 2653-7486)। নির্বাচিত ভ্রমন গল্প, ভ্রমন সম্পর্কিত ছবি এবং ভিডিও আমাদের ওয়েবসাইট ফেসবুক গ্রুপ ঘুরুঞ্চির, ফেসবুক পেজ ঘুরুঞ্চি ম্যাগাজিনে (ISSN 2653-7486) প্রকাশ হতে পারে। এছাড়া নির্বাচিত ভ্রমন গল্প ঘুরুঞ্চি ম্যাগাজিনে প্রকাশ হতে পারে।

মায়ের মুখের ভাষা, আমাদের সকলের প্রিয় ভাষা বাংলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ম্যাগাজিনটিতে বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার করতে আপ্রাণ চেষ্টা করছি।

একটি অলাভজনক সংস্থা হিসাবে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের ভূমিকাকে বিশেষভাবে মূল্যায়িত করে থাকি। আমাদের স্বেচ্ছাসেবকদের প্রত্যেকে তাদের ব্যক্তিগত সময়, জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, প্রতিভা দিয়ে ঘুরুঞ্চি ম্যাগাজিনের নানাবিধ কর্মকান্ডে নানা অবদানের মাধ্যমে ঘুরুঞ্চি ম্যাগাজিনের নানা মিশনকে এগিয়ে নিতে সাহায্য করছে। একজন স্বেচ্ছাসেবক হিসাবে আপনার দক্ষতা, আগ্রহ এবং কার্যক্ষমতা যেনো আমাদের কাজের সাথে মেলে তা নিশ্চিত করার জন্য আপনারা যে কাজগুলি করতে আগ্রহী আমাদের টিম তার একটি রূপরেখা তৈরি করবে। ঘুরুঞ্চিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আপনার নিজস্ব দক্ষতার বিকাশ করতে পারেন, প্রকৃতি নির্ভর পরিবেশ বান্ধব কর্মকান্ডে নিয়োজিত হয়ে আত্মিক ও মানুষিক প্রশান্তি অর্জণ করতে পারেন এবং সামাজিক ভাবে বিশেষ মূল্যায়ন পেতে পারেন।

ঘুরুঞ্চির নিয়মিত আয়োজন - অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুশওয়াক ​

মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের (ISSN 2653-7486) উদ্দেশ্য

আমাদের প্রতিমাসের এই আয়োজনে যে কেউ যোগ দিতে পারেন, শেয়ার করতে পারেন পরিবেশ, প্রকৃতি, ঘোরাঘুরির নিয়ে আপনার মতামত, একসাথে হাঁটতে পারেন কয়েক মাইল পথ আর দিতে পারেন বাঙালির প্রিয় “চায়ের কাপে আড্ডা”। ছোট ছোট ছেলেমেয়েরা উচ্ছ্বাসে মেতে ওঠে, চিনতে পারে নানা গাছ, ফুল, ফল, পাখি। 

ঘুরুঞ্চি ম্যাগাজিনের (ISSN 2653-7486) আয়োজনে এ অনুষ্ঠানগুলো “ফ্রি ইভেন্ট” অর্থাৎ যে কেউ যোগ দিতে পারবেন। আমাদের পরবর্তী ইভেন্টগুলো সম্পর্কে জানতে ঘুরুঞ্চির ফেইসবুক গ্রুপের ইভেন্ট পেজে চোখ রাখুন। অনুষ্ঠান গুলোর সফল পরিকল্পনার স্বার্থে সবাইকে বুকিং করতে অনুরোধ করা হচ্ছে।

ঘরুঞ্চি ম্যাগাজিনের আয়োজনে বিভিন্ন ইভেন্টের ছবি 

আমরা চেষ্টা করছি আগামী প্রজন্মের কাছে প্রকৃতির মাঝে ভ্রমণকে জনপ্রিয় করে তুলতে। প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির কাছে গিয়ে, সচেতনতা তৈরি করে এবং পরিবেশ বান্ধব কর্মকে উৎসাহিত করে ইতিবাচক পরিবর্তনের জন্য আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলার চেষ্টা রয়েছে সবসময়।

ঘুরুঞ্চি ম্যাগাজিন - অক্টোবর ২০২২

এবারের সংখ্যায় আমরা পাঠকদের পরিচয় করিয়ে দেবো অস্ট্রেলিয়ার সাইলো আর্টের সাথে। আমাদের হাত ধরে পাঠকেরা আগামী দিনগুলোতে ঘুরে বেড়াবেন অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা এসব শান্ত নির্জন ট্রেইলে। নিজেদের খুঁজে পাবেন ছোট কোনো গ্রামের কফি শপে বা বুনোফুলে ভরা মেঠো পথে। দেখবেন কি অসাধারণ মমতায় চেনা, অচেনা শিল্পীরা ফুটিয়ে তুলেছেন অস্ট্রেলিয়ার প্রকৃতি, ইতিহাস এবং মনের আকুতিকে।

আমাদের সাথে থাকুন

প্রকৃতি,পরিবেশ এবং ভ্রমণ সংক্রান্ত নানা গুরুত্ত্বপূর্ণ বিষয় সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রকাশিত লেখাগুলো নিয়মিত পড়ুন। আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের জানান। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমাদের ম্যাগাজিনের সাবস্ক্রিপশন নিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।