পৃথিবীতে যত মরুভূমি আছে তারমধ্যে সবচেয়ে সুন্দর মনে হয় জর্ডানের ওয়াদি রাম। বিশ্বের নানা দেশে ঘুরার সুযোগ যাওয়া হয়েছে অনেক মরুভূমিতে, দেখা হয়েছে মরুভূমির রহস্যময় সৌন্দর্য্য। কখনো তপ্ত গরমে, কখনোবা তীব্র শীতে ঘুরে বেড়িয়েছি ভারতের থর মরুভূমি থেকে আফ্রিকার সাহারা মরুভূমি পর্যন্ত। সব ঘুরে সব দেখে আমার কাছেও সৌন্দর্য্যরে বিচারে ওয়াদি রাম’কে মনে হয়েছে নিজস্ব সৌন্দর্য্যে অনন্যতায় পরিপূর্ণ এক উপত্যকা। ওয়াদি রামকে বলা হয় পৃথিবীর মঙ্গলগ্রহ অথবা ভ্যালি অব মুন বা চাঁদের উপত্যকা। এবারের মধ্যপ্রাচ্য আর আরব দেশগুলো ভ্রমণে গিয়ে ওয়াদি রাম ছিল আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ওয়াদি রাম জর্ডানের সবচেয়ে বড় উপত্যকা, বেলেপাথর আর গ্রানাইটে মোড়ানো এক মরুভূমি। ওয়াদি রামে এখনো বসবাস করে আরবের বেদুঈনরা। ওয়াদি রামের পর্যটন বিকাশে সবচেয়ে বড় ভূমিকা এখানকার বেদুঈনদের। ওয়াদি রামের সবগুলো টেন্ট রিসোর্ট আর বাবল টেন্ট রিসোর্টের মালিকানাও এখানকার বেদুঈনদের। তারা বসবাসও করে ওয়াদি রাম মরুভূমির এক গ্রামে। ওয়াদি রামে ঘুরতে গিয়ে তাই ওয়াদি রামের অনন্য সুন্দর মরুভূমির পাশাপাশি সত্যিকারের বেদুঈন লাইফস্টাইল দেখার সুযোগও পেয়েছি। ওয়াদি রামে যাওয়ার পর রিসোর্টের আয়েশি রুম রেখে বেদুঈন জীবন দেখার জন্য রাত কাটিয়েছি বেদুঈনদের গ্রামে, খেয়েছি বেদুইনদের খাবার। খোলা জিপে করে নানা দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের সাথে ঘুরে বেড়িয়েছি পুরো ওয়াদি রাম মরুভূমি আর উপত্যকায়। ওয়াদি রাম আরেকটি কারণে পর্যটকদের কাছে বিখ্যাত। এখানে শুটিং হয়েছে দ্যা মার্শিয়ান, ট্রান্সফরমার: রিভেঞ্জ অব দ্যা ফলেন, দ্যা লাস্ট ডেজ অন মার্স, লরেন্স অব অ্যারাবিয়া সহ বেশ কয়েকটি হলিউড চলচ্চিত্রের।
কিভাবে যাবেন:
জর্ডানের রাজধানী আম্মান থেকে ট্যাক্সিতে করে ওয়াদি রাম যেতে হয়। সময় লাগে ৫ ঘন্টা। খরচ পড়ে ১৫০ ইউএস ডলার। সরাসরি কোনো বাস ওয়াদি রাম যায় না। বাসে যেতে হলে আম্মান থেকে যেতে হবে আকাবা, তারপর আকাবা থেকে ট্যাক্সি নিয়ে যেতে হবে ওয়াদি রামে।
কোথায় থাকবেন:
ওয়াদি রামে থাকার জন্য অনেক অপশন আছে। সাধারণ তাঁবু থেকে শুরু করে লাক্সারি বাবল টেন্ট রিসোর্টসে থাকতে পারবেন। থাকার খরচ ৪ ডলার থেকে শুরু করে ২০০ ডলার পর্যন্ত।






Previous image
Next image
জিপ ট্যুর:
ওয়াদি রামে ঘুরাঘুরি করার জন্য জিপ ট্যুর হচ্ছে সবচেয়ে আদর্শ। গ্রুপের সাথে জিপ ট্যুরে খরচ পড়বে ২৫ ডলার থেকে ৫০ ডলার। চাইলে জিপ রিজার্ভ করেও সারাদিন ঘুরা যাবে। সেক্ষেত্রে খরচ পড়বে ১০০ ডলার। জিপ ট্যুরে গাইডের খরচ একেবারে ফ্রি।
কি খাবেন:
ওয়াদি রামে জর্ডানের খাবার পাওয়া যায়, জর্ডানে ফালাফাল সবচেয়ে জনপ্রিয় খাবার। তবে সবচেয়ে ভালো এবং সুস্বাদু হচ্ছে বেদুঈনদের খাবার। এছাড়া লাক্সারি বাবল টেন্ট রিসোর্টগুলোতে বিশ্বের নানা প্রান্তের খাবার পাওয়া যায়। ভ্রমণে গিয়ে বাংলাদেশি খাবার না হলে চলেই না এমন মানুষের জন্য ওয়াদি রাম না যাওয়াই উত্তম। জর্ডানে শুধুমাত্র রাজধানী আম্মানের একটি রেস্টুরেন্টে বাংলাদেশী খাবার পাওয়া যায়।
Post Views: 155