আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গামাটি জেলা। এই জেলায় প্রচুর কার্পাস তুলা পাওয়া যেত, তাই এর প্রাচীন নাম হচ্ছে কার্পাস মহল। প্রাকৃতিক রূপবৈচিত্রের জন্য একে রূপের রানী বলা হয়।

নদী পাহাড় ও লেকবেষ্টিত একটি বৈচিত্র্যময় জনপদের আবাসস্থল হচ্ছে রাঙ্গামাটি। এখানে চাকমা, মারমা, মুরং, ত্রিপুরা, বোম, খুমি, বাঙালি সহ আরো ১৪ টি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জেলাটির পূর্বে ভারত এবং দক্ষিণে মায়ানমার রয়েছে। কাপ্তাই হ্রদ, যা বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদগুলির মধ্যে একটি, রাঙ্গামাটিতে অবস্থিত। হ্রদটি পার্শ্ববর্তী পাহাড়গুলির শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় এবং এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

রাঙ্গামাটি তার হস্তশিল্পের জন্যও পরিচিত, যার মধ্যে রয়েছে তাঁত, মৃৎশিল্প এবং বাঁশের কারুশিল্প। দর্শনার্থীরা জেলার বাজার ও বাজারে স্থানীয়ভাবে তৈরি হস্তশিল্প কিনতে পারবেন। এই জেলার জনপ্রিয় ভ্রমণ স্থান গুলোর মধ্যে আকর্ষণীয় স্থান হলো:

  • কাপ্তাই হ্রদ,
  • ঝুলন্ত সেতু,
  • রাজবন বিহার,
  • শুভলং ঝর্ণা,
  • সাজেক ভ্যালী,
  • নৌ বাহিনীর পিকনিক স্পট,
  • কাপ্তাই বাঁধ ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র,
  • কাপ্তাই জাতীয় উদ্যান,
  • বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য,
  • উপজাতীয় জাদুঘর,
  • কর্ণফুলি কাগজ কল,
  • বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র,
  • চিৎমরম বৌদ্ধ বিহার,
  • ডলুছড়ি জেতবন বিহার

আপনি যদি অন্তত তিন দিন সময় নিয়ে রাঙ্গামাটি কাপ্তাই ঘুরে দেখতে পারেন, তাহলে আপনার ভ্রমণ সার্থক হবে। এছাড়া নির্দিষ্ট কিছু স্পট সিলেক্ট করে আপনি ডে ট্যুর করতে পারেন। ঝর্ণা, লেক, বন-বনানী,আর সবুজ পাহাড়ে বেষ্টিত দেশের সর্ববৃহৎ এ জেলাটি  প্রাণপ্রাচুর্যে ভরপুর অপূর্ব এক পর্যটনকেন্দ্র। স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে যান রাঙ্গামাটির পথে। বছরের প্রায় সব ঋতুতেই রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন।

রাঙ্গামাটি ভ্রমণের ক্ষেত্রে যা যা করণীয়:

  • সব সময় গ্রীপওলা স্যান্ডেল বা জুতা ব্যবহার করবেন।
  • ফরমাল পোশাক পরিহার করুন, আরামদায়ক ও ক্যাজুয়াল পোশাক সঙ্গে রাখুন।
  • অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। পাহাড়ি এলাকায় যে কোন সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ছাতাটি আপনাকে প্রচন্ড রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করবে।
  • রাঙ্গামাটি ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা না থাকলে অবশ্যই একজন গাইডে সহায়তা নিবেন। তেমন কেউ পরিচিত না থাকলে, পর্যটনের অবকাশ কেন্দ্রর সহায়তা নিতে পারেন।
  • লেকে ঘুরাঘুরির জন্য বোট ভাড়া করতে করার সময় অবশ্যই দরদাম ঠিক করে নিবেন। আপনাদের ভ্রমণসঙ্গী বেশি হলে বড় বোট ভাড়া করবেন, গাদাগাদি করে ছোট ভোটে উঠবেন না।
  • পাহাড়ি এলাকায় প্রচুর মশা পোকামাকড় থাকে, তাই অবশ্যই রেপেলেন্ট জাতীয় ক্রিম বা স্প্রে সঙ্গে নিবেন।
  • বিনয়ী মনোভাব বা ভালো ব্যবহার সর্বক্ষেত্রে জরুরী। তাদের সাথে ছবি তুলতেও অনুমুতি নিবেন।
  • অবশ্যই ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ সাথে রাখবেন, বিপদে কাজে আসবে। 

রাঙ্গামাটি ভ্রমণের ক্ষেত্রে যেগুলো এড়িয়ে চলবেন :

  • যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না, বিশেষ করে বন,পাহাড়ে, ঝরনা বা লেক কোথাও না।
  • রাতের বেলা অপরিচিত জায়গায় বেশি দূরে ঘুরতে যাবেন না। 
  • আদিবাসীদের সাথে কোনো ভাবেই খারাপ ব্যবহার করবেন না।