
ঘুরুঞ্চি ম্যাগাজিনে লেখা পাঠানোর নিয়মাবলী
আমাদের ফেসবুক গ্রুপ ঘুরুঞ্চিতে পোস্ট করার মাধ্যেমে অথবা আমাদের ইমেইল (ghurunchimag@gmail.com) করে আপনারা ভ্রমন সম্পর্কিত ছবি, ভিডিও এবং ভ্রমন বিষয়ক লেখা পাঠাতে পারেন। উল্লেখ্য যে গ্রুপে পোস্ট করার ক্ষেত্রে ফেসবুকের নিয়ম এবং গ্রুপের নিয়ম মেনে চলতে হবে যেমন কোনো শেয়ার পোস্ট গ্রহণযোগ্য হবে না। সরাসরি গ্রুপে আপলোড করতে হবে। কপিরাইট সংক্রান্ত জটিলতা কমাতে এটা করা হয়েছে। নির্বাচিত লেখা ঘুরুঞ্চি ম্যাগাজিনে (ISSN 2653-7486) এবং ঘুরুঞ্চির ওয়েবসাইটে প্রকাশ হতে পারে। আপনার লেখা নির্বাচিত হতে এই ফরমেটটি অনুসরণ করতে পারেন।
ইমেইল করে পাঠানোর ক্ষেত্রে
ফাইলের নাম:
আপনার নামের প্রথম অংশ_আপনার নামের শেষ অংশ_দেশ_সালমাসদিন
যেমন: Salahuddin_Ahmad_Australia_20230101.docx
লেখকের নাম:
বাংলায় লেখকের পুরো নাম বাংলায়
যেমন: সালাহউদ্দিন আহমদ
লেখকের প্রোফাইল ছবি:
২০০ ডিপিআই, কমপক্ষে ১,০০০ পিক্সেল

ক্লোজ আপ ছবির নমুনা

অগ্রণযোগ্য ক্লোজ আপ ছবি
ইমেইল করে লেখা পাঠাবার সময় আপনার ফেইসবুক প্রোফাইলের লিঙ্কও পাঠাতে পারেন।
মায়ের মুখের ভাষা, আমাদের সকলের প্রিয় বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ঘুরুঞ্চি ম্যাগাজিনে (ISSN 2653-7486) এবং ঘুরুঞ্চি ম্যাগাজিনের ওয়েবসাইটে বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার করতে আপ্রাণ চেষ্টা করছি।
ঘুরুঞ্চির ফেইসবুক গ্রুপে আপনি যেকোন ভাষায় পোস্ট লিখতে পারবেন, তবে ঘুরুঞ্চি ম্যাগাজিনে (ISSN 2653-7486) এবং ঘুরুঞ্চির ওয়েবসাইটে শুধুমাত্র নির্বাচিত বাংলা লেখা প্রকাশিত হবে।
ছবি পোস্ট
প্রতিটি ছবির লোকেশন আবশ্যক এবং সম্ভব হলে এক অনুচ্ছেদ বর্ণনা করবেন। প্রতিটি ছবি যেন উচ্চ মানের (সুন্দর লোকেশন, ভালো কম্পোজিশন, আলো-ছায়ার খেলা, সুন্দর রং, হাই রেজুলেশন ইত্যাদি) হওয়া বাঞ্ছনীয়। ইমেইল করে পাঠালে প্রতিটি ছবি ২০০ ডিপিআই, কমপক্ষে ১,০০০ পিক্সেল হতে হবে।
- অন্যের তোলা ছবি কলেক্টেড বলে চালিয়ে নেবার চেষ্টা কিংবা ঈষৎ পরিবর্তন করে পোস্ট করলে তা গ্রহনযোগ্য হবে না।
- আপনার তোলা ছবি পরবর্তী সময়ে ঘুরুঞ্চির প্রকাশনায় যথাযত ছবি স্বত্ব সহ ব্যবহার হতে পারে।
- অন্যের তোলা ছবি সরবরাহ করার জন্য সরবরাহকারী লেখক দায়ী থাকবেন।
লেখা পোস্ট
ভ্রমন বিষয়ক লেখা কমপক্ষে ২,০০০ শব্দের এবং ৫/৭ টি অনুচ্ছেদ হতে পারে। প্রতিটি ভ্রমন বিষয়ক লেখার সাথে আপনার নিজের তোলা ছবি অথবা অনুমোদিত ছবি আবশ্যক। আপনার লেখা প্রকাশের সময় আমাদের অভিজ্ঞ সম্পাদকমন্ডলী লেখার ঈষৎ পরিবর্তন – পরিমার্জন করতে পারবেন। ঘুরুঞ্চি ম্যাগাজিন কোনো ব্যাবসা প্রতিষ্ঠানকে প্রমোট (প্রচার) করে না। কাজেই আপনার লেখায় কোনো হোটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইনের নাম ব্যবহার গ্রহনযোগ্য হবে না।
- প্রতিটি ভ্রমন বিষয়ক লেখার একটি টাইটেল (শিরোনাম) থাকা বাঞ্ছনীয়।
- ঘুরুঞ্চি পূর্বে প্রকাশিত যেকোনো লেখা পুনরায় নিরুৎসাহী। পূর্বে প্রকাশিত যেকোন লিখা (অন্য কোনো গ্রুপে, ফেসবুক পেজ, ব্লগ, নিউজ পোর্টালে) প্রকাশিত হলে ঘুরুঞ্চি গ্রুপে পোস্ট দেবার সময় অবশ্যিই তা উল্লেখ করবেন। পুনরায় প্রকাশ করার ক্ষেত্রে, লেখক অবশই আগে যেখানে প্রকাশিত হয়েছিল তাদেরকে অবহিত করবেন। কপিরাইট সংক্রান্ত কোনো জটিলতা কারো কাম্য নয়।
- অন্যের তোলা ছবি অথবা লেখার অংশবিশেষ অনৈতিক ভাবে কপি করে সরবরাহ করলে সরবরাহকারী লেখক দায়ী থাকবেন।
অন্যের লেখা নৈতিক ভাবে উদ্ধৃতি/উক্তি করতে হার্ভার্ড রেফারেন্স সিস্টেম ব্যবহার করতে পারেন।
যেমন: ইরিনুন্দ্রা ন্যাশনাল পার্ক
হ্যাসট্যাগ
আমাদেরকে ট্যাগ করতে টাইপ করুন @ghurunchimag অথবা #ghurunchimag
আমাদের ফেইসবুক গ্রুপে পোষ্ট করতে
- প্রথম হ্যাসট্যাগ হবে দেশের নাম যেমন: #Australia #Bangladesh ইত্যাদি
- দ্বিতীয় হ্যাসট্যাগটি হবে কোন সিটির নাম (অর্থাৎ কোনো শহরের নাম) যেমন: #Melbourne #Dhaka ইত্যাদি
- তৃতীয় হ্যাসট্যাগটি হবে লোকেশনটির ধরণ যেমন #mountain #Nationalpark #park #town #waterfall
আপনাদের প্রশ্ন থাকলে থাকলে আমাদের ফেসবুক গ্রুপ ঘুরুঞ্চির মাধ্যেমে অথবা আমাদের ইমেইল (ghurunchimag@gmail.com) করে করে জানাবেন।
ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।
অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।
নির্বাচিত লেখা ঘুরুঞ্চি ম্যাগাজিনে (ISSN 2653-7486) এবং ঘুরুঞ্চির ওয়েবসাইটে প্রকাশ হতে পারে। আমাদের সম্পাদকীয় দপ্তর স্থান, কাল এবং বিষয়ের গুরুত্ব অনুসারে লেখা প্রকাশ করবেন।







