বাড়ির কাছেই চমৎকার এক জায়গায় গিয়েছিলাম। রুবি বিচ (Ruby Beach) সংরক্ষিত জায়গা, সাজানো গোছানো। দেখলে মনে হয় এই পৃথিবীর বাহিরের কোন জায়গা, যেখানে কবিতার খোজে একাকী হাটেন জীবননান্দ দাশ নামের এক খর্বকায় লোক অথবা কোন অদ্ভুত ছেলে, কালো লম্বা এলোমেলো চুলে চোখদুটু যার ঢাকা …।





কোলাহল ছেড়ে নিস্তব্ধতার সন্ধান পেলে, আর লোকালয়ে ফিরতে মন চায় না! মনে হয় বৃষ্টিতে ধুয়ে যাক এই পাথুরে ঘর, রাত যেন নামে তার অন্ধকার নিয়ে। তোমার চিহ্নের খোজে, পাড়ি দেই লাল মাটির বুনো পথ।
আমিতো খুঁজতে যাই কিছু মানবিক বোধ, তাই না … ?! এই সাগর ওয়াশিংটনের অলিম্পিক ন্যাশনাল পার্কের এলাকাতেই। অনেক ধরনের খনিজ পাথর পাওয়া যায়, দেখতে রুবির মত – সেখান থেকেই নাম হয়েছে রুবি। চাইলে একটা দুইটা পকেটে পুরে ফেলতে পারেন। এই সাগর বিখ্যাত দুই কারনে। দেখবেন চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ড্রিফট উড (Driftwood) আর স্রোতের তোয়াক্কা না করে ঠায় দাঁড়িয়ে থাকা পাথরের ইমারত, সি স্ট্যাক্স (Sea Stacks)।





আরো পড়ুন কোকো ক্রেটারে বাংলাদেশের পতাকা


আরো পড়ুন লাল পাহাড়ের পথে





কেন জানি একে ঠিক এই পৃথিবীর কোন অংশ মনে হয় না ! দূরে দেখা যায় আরেক মায়াময় জায়গা, ডেস্ট্রাকশন আইল্যান্ড (Destruction Island)। সে আরেক রূপকথার রাজ্য নাকি।
কখনো এই তল্লাটে এলে, যদি আপনার একান্ত প্রিয় কোন মানুষ থাকে, যদি তার হাত ধরে এই শান্ত সাগর তীরে হারাতে পারেন – ভাবতেই পারেন আপনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ … !
পড়ুন রাকীব রেজার আরো লেখা
ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।
অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।
ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।
ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।
আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।