বে অফ ফায়ার – তাসমানিয়া

ফিরোজা রং এর সমুদ্র, শ্বেত শুভ্র বালুকারাশি আর উজ্জ্বল কমলা রঙের বোল্ডার, তাসমানিয়ার কোন লোকেশনে গেলে এ তিনটি একসাথে দেখতে পাওয়া যাবে? তার একটিই উত্তর হতে পারে বে অফ ফায়ার (Bay of Fire).

বে অফ ফায়ারের উপকূল অঞ্চল প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা বিনালং বে (Binalong Bay) থেকে শুরু হয়ে এডিসন পয়েন্টে (Eddison point) এ শেষ হয়েছে।

লন্সেস্টন (Launceston) থেকে আড়াই ঘণ্টা ও রাজধানী হোবার্ট (Hobart) থেকে সাড়ে তিন ঘন্টার ড্রাইভ এই বে অফ ফায়ার অঞ্চল। গ্রেট ইস্টার্ন ড্রাইভ (Great Eastern Drive) হলো তাসমানিয়ার একটি অন্যতম সুন্দর নৈসর্গিক দৃশ্যসমৃদ্ধ ড্রাইভ যার মাধ্যমে পৌঁছনো যেতে পারে এই অঞ্চলে।

মূলত স্ক্যামান্ডার (Scammander) পৌঁছবার পর থেকেই শুরু হতে থাকে সমুদ্রতট। স্ক্যামান্ডার এর ঠিক পর আসে সেন্ট হেলেন্স (St Helens) যেখানে অজস্র ছোট বড় সমূদ্রতট দেখা যায়। এদের মধ্যে উল্লেখ্যোগ্য লোকেশন হলো গার্ডেন (Garden), সুইমকার্ট (Swimcart), কোরি কর্নার (Cory Corner) ।

বে অফ ফায়ারের এর সৌন্দর্য্য উপলব্ধি করতে হলে অবশ্যই এখনে রাত্রিযাপন প্রয়োজন, রাত্রিযাপন এর জন্য স্ক্যামান্ডার, বিনালং বে কিংবা সেন্ট হেলেন্স এই সাবার্ব গুলিতে থাকতে পারলে ভাল হয়। এই জায়গাগুলিতে রয়েছে প্রচুর কটেজে, ইকো হেরিটেজ কটেজ, ক্যাম্পসাইট এবং হোটেল ।

এবার আসি বে অফ ফায়ারের কি করণীয় আছে সে প্রসঙ্গে:

  • ভোরবেলার সূর্যোদয় কিংবা সন্ধেবেলায় অপরূপ সূর্যাস্তের সাক্ষী হতে পারেন।
  • শ্বেত শুভ্র সমুদ্র সৈকতে মাইল এর পর মাইল হাঁটা যেতে পারে কিংবা সমুদ্র স্নান পছন্দের বিষয়বস্তু হলে তাও করা যেতে পারে ওই ফিরোজা রঙা সমুদ্রে।
  • এখানে গাইডেড ক্রুজ পরিষেবা রয়েছে। ডলফিন কিংবা তিমি মাছের আচরণ বিচরণ দেখতে চলে যেতে পারেন।
  • রঙিন বোল্ডার গুলির ওপর বসে কিছুক্ষন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন।
  • সেন্ট হেলেন্সসমুদ্র তট থেকে বিয়ার ব্যারেল (Beerbarrel) সুমুদ্রতট পর্যন্তও একটি সুন্দর হাঁটা রাস্তা আছে, সে রাস্তায় হেটে আসতে পারেন।

আমরা স্ক্যামান্ডার এর ইকোকটেজগুলিতে ছিলাম। ছিমছাম পরিবেশ কটেজ গুলি এবং মোটেও ব্যয়বহুল নয়। পাশেই ছোট্ট একটি সুপার মার্কেট ও আছে, নিজের রান্না নিজেও করে খাওয়া যেতে পারে এখানে, এছাড়া লন্ড্রি সার্ভিস ও পোষ্যদের জন্য ও ভাবনা রাখা হয়েছে।

সব মিলিয়ে একটি ছোট্ট সুন্দর উইকএন্ড ডেস্টিনেশন এই বে অফ ফায়ার। নেটওয়ার্ক পাওয়া গেলেও নেটওয়ার্কের বাইরে আছি ভেবে নিশ্চিন্ত মনে ঘুরে আসা যেতেই পারে এই রকম জায়গায়।