
আমার বান্ধবী বলেছিল দেয়ালেরও কান আছে, এই কথা ছড়িয়েছে এই দেয়াল থেকে। দেয়াল নাকি তাদের প্রার্থনা শুনে! সামনে প্লাস্টিকের চেয়ার বিছানো। অনেকে বসে তাওরাত পড়ে। আমার বান্ধবীই বলেছে, এই তাওরাত নাযিল হওয়া তাওরাত সেটা সে বিশ্বাস করে না। মুসা নবীর কাছে আল্লাহ পুরো ধর্মগ্রন্থ একটা মার্বেল পাথরের খন্ডে নাযিল করেছিলেন। ৫ খন্ডে, একসাথে, হিব্রু ভাষায়। অবশ্য নবীকে ৩০+১০ দিন এজন্যে তূর পাহাড়ে তপস্যা করা লেগেছিল। ব্যাবিলনের শূন্য উদ্যানের সম্রাট নেবুচাদনেজ্জা যখন জেরুজালেম আক্রমণ করেন, ইহুদীরা এই তল্লাট থেকে প্রানে বেঁচে পালায়। ওজায়ের নামের এক নবীর বাবা, জেরুজালেম ছেড়ে পালানোর সময় মাটিতে গর্ত করে একটা কিতাব পুতে রেখেছিলেন। বহুদিন পরে যখন সে কিতাব খুজে পাওয়া গেল, তার প্রায় কিছুই পড়বার অবস্থায় ছিল না। যা কিছু পেয়েছেন, বাকিটা নিজের স্মৃতি থেকে বসিয়ে তিনি কিছু একটা দাড় করাবার চেষ্টা করেন। মূল তাওরাতে নাকি মূসা (আঃ) এর কিছু অলৌকিক ঘটনা, মৃত্যু বা তাঁর ভবিষ্যৎবানীর কোন কথাই ছিল না।

আরো পড়ুন পেত্রা

পড়ুন রাকীব রেজার আরো লেখা
ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।
অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।
ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।
ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।
আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।