রোম নিয়ে আমার রোমাঞ্চ কম নয়। কলোসিয়াম, ত্রেভি ফাউন্টেন, প্যান্থন সহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক রোমে ভিড় জমায়। আমিও সেই ভিড়ে মিশে রোমের পাথুরে পথ ধরে হেঁটে পাথরে মিশে থাকা হাজার বছরের ইতিহাস উপলব্ধির চেষ্টা করেছি বেশ কয়েক বার।
একদিক থেকে ইটালিয়ানদের আমার বেশ ভালো লাগে। এদের কথাবার্তা চালচলনে টিপিক্যাল ইউরোপিয়ানদের যান্ত্রিকতা নেই বললেই চলে। এরা বেশ ক্যাজুয়াল, দু-একটা আবহাওয়া সংক্রান্ত মন্তব্য করে কথাবার্তা থামিয়ে দেয় না। বরং কায়দামতো ভিনদেশী বন্ধু পেলে ঘন্টার পর ঘন্টা ধরে আড্ডা দিতে থাকে। হাসে প্রান খুলে। খাওয়ায় একেবারে দিলখুশ স্টাইলে। অনেকটা আমাদের মত। বরং ইউরোপের অন্যান্য দেশের লোকজনদের দেখেছি ইটালিয়ানদের এই ক্যাজুয়াল স্বভাব নিয়ে হাসাহাসি করতে।
সে যাই হোক, একটা বিশ্বাস প্রচলিত আছে যে রোমের ত্রেভি ফাউন্টেনে কয়েন ছুড়ে মারলে যে কেউ বারবার রোমে আসবে। আমি কিন্তু একবারও কয়েন ছুড়ে না ফেলেও বেশ কয়েকটি রোমান হলিডে কাটিয়ে ফেলেছি এবং প্রতিবার কয়েন দিয়ে ইতালির বিখ্যাত জিলেটো আইসক্রিম কিনে খেয়েছি। যে কয়েন দিয়ে জিলেটোর মত সুসবাদু খাবার পাওয়া যায় তা ঝরনার পানিতে ছুড়ে মারে কোন বেকুব।
অপেক্ষায় আছি পরের রোমান হলিডের জন্য।




Previous image
Next image
Post Views: 49