অস্ট্রেলিতে বসবাসরত সব মানুষের অন্যতম নেশা হলো দুর্দান্ত সব জায়গায় ঘুড়ে বেড়ানোর। প্রকৃতির মাঝে নৈসর্গিক পরিবেশে দুর্দান্ত সব জায়গায় ঘুড়ে বেড়ানোটা অনেক অনেকটা সহজ হয়ে উঠতে পারে যদি একটা বিশেষ পদক্ষেপ নিতে পারেন, তা হলো ক্যাম্পিং। ক্যাম্পিং হলো আদিমতম ভাবে ঘুড়ে বেড়ানোর আধুনিক রূপ। যান্ত্রিক নগরের কোলাহল এড়িয়ে নিখাদ প্রাকৃতিক পরিবেশে, হাজারো গাছের নিচে, কোটি তারার সাথে যেখানে রয়েছে ঝিঝি পোকার ডাক আর কুকাবুররার হাসাহাসি, যা আপনাকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে।
অস্ট্রেলিযার বিভিন্ন জায়গায় দীর্ঘ দিনে ক্যাম্পিং করার অভিজ্ঞতা হয়েছে আমার। প্রায়ই, যখন কোনো বাংলদেশী পরিবারের সাথে কথা বলি প্রায় প্রতিটি পরিবার তাদের ক্যাম্পিং করার চরম ইচ্ছে ব্যাক্ত করেন। আবার এটাও বলেন যে সাহস করে তাদের অনেকেই এখনো ক্যাম্পিং করে উঠতে পারেননি অথচ এদেশের ন্যাশনাল পার্ক, স্টেট ফরেস্ট, রিমোট লোকেশন কিংবা কোনো ক্যারাভান পার্ক যে কোনো লোকেশন বলুন এদের কোনোটাই আপনার বাড়ির আংগিনা এর চেয়ে কম নিরাপদ নয়, কম আরামদায়ক নয়। আপনার বাড়িতে যে সব সুবিধাদি আপনি উপভোগ করেন তার প্রতিটির বিকল্প আপনি আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন।
আপনি অস্ট্রেলিয়ার যে প্রান্তেই থাকুন না কেন সবার সাধ এবং সামর্থের মধ্যে কিন্তু দুর্দান্ত সব ক্যাম্পিং লোকেশন রয়েছে। সু্যোগ – সুবিধাদি এবং ক্যাম্পিং ফির উপর নির্ভর করে আপনি পেতে পারেন ফুল সার্ভিস সাইট (যেমন: গ্লামারাস ক্যাম্পিং) থেকে শুরু করে ঘাসের মাদুরে মোড়া দুর্গম কোনো জায়গা (রিমোট লোকেশন)। বেশির ভাগ ক্যাম্পিং সাইটে গাড়ি নিয়ে (ড্রাইভ ইন) যাবার সুবিধা থাকে তবে কোনো কোনো ক্যাম্পিং সাইটে যেতে হয় পায়ে হেটে, নৌকায় বা ফোর হুইল ড্রাইভ গাড়ি দিয়ে। কোনো কোনো ক্যাম্পিং সাইটে বিদ্যুৎ থাকে, আবার নাও থাকতে পারে, কোথাও শুধু টয়লেট থাকে, পানির ব্যবস্থা থাকে না। সাধারণত ক্যারাভান পার্কগুলো ব্যক্তি মালিকানাধীন, ক্যাম্প সাইটে বিদ্যুৎ সরবরাহ থাকে। কোনো কোনো সাইট অনেক আগে ভাগে বুকিং দিয়ে রাখতে হয় আবার কোথাও ফাঁকাই থাকে বুকিং প্রয়োজন হয়না। বেশির ভাগ ক্যাম্প সাইটে ফি দিতে হয় তবে ফি ছাড়াও ক্যাম্পিং করার সুবিধা থাকে। এর পুরোটাই নির্ভর করছে আপনি কোথায়, কতদিন এবং কিভাবে ক্যাম্পিং করতে যেতে চান তার উপর আর আপনার অভিজ্ঞতার উপর।


টেন্ট ক্যাম্পিং:
সবচে সহজ, মৌলিক অথচ সর্বাধিক জনপ্রিয় ক্যাম্পিং হলো কোনো ক্যাম্প সাইটে তাবু খাটিয়ে কয়েকদিনের জন্য যে ক্যাম্প করা। এই ধরণের ক্যাম্পিং যে কোনো জায়গায় করা সম্ভব – অফিসিয়াল কোনো ক্যাম্প সাইটে, গহীন বনের মাঝে কিংবা সাগর পাড়ের কোনো বীচে। যারা আগে কখনো ক্যাম্পিং করেনি তাদের জন্য এই ধরণের ক্যাম্পিং বেশ উপযুক্ত। বিশেষ করে যাদের সাথে পরিবার-বাচ্চা রয়েছে তারা এই ধরণের ক্যাম্পিং করতে পারেন। টেন্ট ক্যাম্পিং এর খরচ খুবই কম, আপনার হাতের নাগালের যে কোনো আউটডোর গিয়ার শপ থেকে টেন্ট ক্রয় করতে পারবেন। প্রাথমিক অবস্থায় কিছু মৌলিক সাজসরঁজাম দিয়েই ক্যাম্পিং এর অভিজ্ঞতা নিতে পারবেন। ক্যাম্পিং করতে যে সকল উপকরনাদি প্রয়োজন তার বিস্তারিত একটা তালিকা এই লেখার শেষে যুক্ত করা হয়েছে।
ভ্যান ক্যাম্পিং :
এ ধরনের ক্যাম্পিং মূলত ক্যারাভান বা ভ্যান-গাড়িতে (দেশে আমরা যাকে মাইক্রো বাস বলি) চড়ে ঘুড়ে বেড়ানো। ক্যারাভান কয়েক রুমবিশিষ্টি হতে পারে। থাকে রান্নাঘর, বাথরুম, ফ্রিজ, ডিশওয়াশিং, টিভি, সোফা সকল বিলাস ব্যবস্থা। কোনো ক্যারাভান পার্কে পার্ক করে পানির লাইন আর বিদ্যুতের সংযোগ দিলেই এই ক্যারাভান হয়ে উঠে একটা মোবাইল হোটেল। অনেক পরিবার নিয়ে ৩ মাস – ৬মাস বা বছরের জন্য ক্যারাভানে করে বেড়াতে চলে যান। ভ্যান-গাড়িতে সাধারণতঃ কপোত-কপোতী যুগল কয়েক সপ্তা বা কয়েক মাসের জন্য বেড়াতে বার হন। যাদের SUV টাইপ গাড়ি রয়েছে এবং গাড়ির সিট গুলো ভাঁজ করে ফেলা যায় তারা (সিঙ্গেল / যুগল) খুব সহজেই কয়েক দিন গাড়িতে কাটিয়ে দিতে পারেন। তবে কোনো রিমোট এলাকাতে গেলে এই ভ্যান/SUV ক্যাম্পিং বেশ কাজে দেয়। অনেক ট্রাভেল ব্লগ এটাকে ক্যাম্পিং বলতে নারাজ কারণ এটা মূলত গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর মতোই।

ঘাবড়ে যাচ্ছেন? ক্যাম্পিং অনেক কঠিন মনে হচ্ছে? আসুন জেনে নেই কেন ক্যাম্পিং করবেন । ক্যাম্পিং আপনাকে এমন একটি বিচিত্র অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দিবে যা আপনি আর কোথাও পাবেন না । ভ্রমণপিয়াসী এবং যারা পরিবার নিয়ে একটু ব্যাতিক্রমধর্মী অভিযানে (এডভেঞ্চার) যেমন প্রকৃতির মাঝে এমন কোনো নির্জন জায়গায় যেতে চান যেখানে আপনি আপনার পরিবার এবং প্রকৃতির অনুভূতি খুব কাছ থেকে পেতে পারেন।
ক্যাম্পিং আপনাকে শারীরিক এবং মানুষিকভাবে নানা ভাবে সক্রিয় করে তুলতে পারে। ক্যাম্পিং মেজাজ উৎফুল্ল করে তুলে যা আপনার শরীরে সেরোটোনিন নামক এক রকমের রাসায়নিক পদার্থের পরিমান বাড়িয়ে দিতে পারে যা কিনা আপনার অবসাদ, বিষণ্ণতা, উদ্বেগ এবং অনিদ্রা নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি কোনো কোনো গবেষণায় দেখা গেছে ক্যাম্পিং আপনার শরীরে ভিটামিন ডি বৃদ্ধিতে সহায়তা করে। কিছু দিনের ক্যাম্পিং আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠবার, ব্যায়াম করবার জন্য অনুভূতি তৈরী করবে।
কখনো কখনো নির্জনতা আপনাকে কোনো লেখা যেমন গান, কবিতা, প্রবন্ধ লিখতে সাহায্য করে, কখনো কখনো জটিল কোনো সমস্যা সমাধান করার পথ বার করতে সাহায্য করতে পারে ।
বাচ্চাদের জন্য ক্যাম্পিং হতে পারে একটা শেখার কেন্দ্রস্থল। তাদের মাঝে গড়ে ওঠা নানা অভ্যাস যেমন ট্যাব ডিভাইস টিপাটিপি, কম্পিউটার গেম, টিভি দেখা বা ইউটুবে ডুবে থাকার অভ্যাস পরিবর্তন হতে পারে। যে বাচ্চা প্রকৃতি দেখে বেড়ে উঠবে তার মধ্যে প্রকৃতির জন্য ব্যাপক ভালোবাসা তৈরী তৈরি হবে যা আগামীদিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
সর্বোপরি ক্যাম্পিং আপনাকে অভিভূত করে তুলতে পারে । আপনার ক্যাম্পিং নিয়ে নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতা তৈরী হবে এবং সেই গল্প আপনি আপনার বন্ধুদের বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারবেন। সুতরাং ক্যাম্পিং যে আপনার জন্য উপকারী সে ব্যাপারে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।
কোথায় যাবেন:
আপনি যেখানেই থাকুন সেখানকার ন্যাশনাল পার্ক এবং স্টেট ফরেস্টে ক্যাম্পিং করতে পারবেন। এর বাইরে নানা জায়গায় লোকাল গভর্মেন্ট বা ব্যাক্তি মালিকানাধীন ক্যাম্প সাইট ও ক্যারাভান পার্ক রয়েছে যেখানে ক্যাম্পিং করতে পারবেন। আগে থেকে একটু খোঁজ নিলেই আপনার আশেপাশের ক্যাম্প সাইটগুলোর খোঁজ পেয়ে যাবেন। তবে, আপনি সেখানেই যাবেন যেখানে আপনার পক্ষে যাওয়া সুবিধাজনক। তবে, আপনার কোনো ক্যাম্পিং অভিজ্ঞতা না থাকলে শুধুমাত্র অভিজ্ঞতা নিতে আপনার বাড়ির পেছনের আঙিনায় ক্যাম্পিং করে অভিজ্ঞতা নিতে পারেন। মনে রাখবেন বেশিরভাগ সাইটে ক্যাম্পিং করতে হলে অগ্রিম বুকিং করা প্রয়োজন, বিশেষ করে স্কুল হলিডের সময়কালে।

পাওয়ার্ড সাইট নাকি নন-পাওয়ার্ড সাইট:
পাওয়ার্ড সাইট গুলোতে বিদ্যৎ সংযোগ দেয়া থাকে। আর সে কারণে পাওয়ার্ড সাইট গুলোর ফি বেশি হয়ে থাকে। পাওয়ার্ড সাইট বলতে ক্যাম্প গ্রাউন্ড বোঝানো হচ্ছে, কেবিন নয়। যদি আপনি পাওয়ার্ড সাইটে ক্যাম্পিং করতে যান তবে এক্সটেনশন কর্ড,মাল্টি প্লাগ এবং বহনযোগ্য লাইট এবং আনুষঙ্গিক গৃহস্থালির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সাথে নিতে পারেন। অনেকে রাইসকুকার, ব্রেড টোস্টার নিয়ে যান তবে বিশেষ করে ক্যারাভান ক্যাম্পারেরা মুটামুটি সবই নিতে পারেন, এমনকি তাদের ডিশওয়াশার থাকতে পারে।

কোন সময় যাবেন:
অস্টেলিয়াতে অটাম (মার্চ থেকে মে) এবং স্প্রিং (সেপ্টেম্বর – নভেম্বর) সময়ে সবচে ভালো আবহাওয়া পরিলক্ষন করা যায় যেমন সহনীয় মাত্রার তাপমাত্রা, দিন রাত প্রায় সমান, বুশফায়ারের ঝুঁকি কম কাজেই ক্যাম্প ফায়ার করা যায় ইত্যাদি। কাজেই এই সময়টি ক্যাম্পিং করার জন্য সবচে ভালো সময়। যাদের স্কুলগামী বাচ্চা রয়েছে তারা এ সময়ের মাঝের স্কুল হলিডের সময়কালকে বেছে নিতে পারেন। গ্রীস্মকালে (ডিসেম্বর – ফেব্রূয়ারি) ক্যাম্প সাইটগুলো ফাঁকা পাওয়া খুব দুরহ, অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয় এবং হটাৎ করেই চরম গরম (৪৫ ডিগ্রী) হতে পারে । পৃথিবীর উল্টো প্রান্তে মানে উত্তর গোলার্ধে যখন অটাম এবং স্প্রিং তখনি ভালো সময়। অতিরিক্ত ঠান্ডা, গরম, ঝড়, বৃষ্টি ক্যাম্পিংয়ের সময়ে অস্বস্তিকর।

কতদিন থাকবেন:
একটা ক্যাম্পিং ট্রিপের দৈর্ঘ্য ৩-৫ দিন হলে সেটা আরামদায়ক। তবে যারা ক্যাম্পিং এ নবীন তারা ২ রাত্র ক্যাম্পিং করে দেখতে পারেন। এর চাইতে বেশি দৈর্ঘ্য হলে আপনার পুর ট্রিপটি বেশ পরিকল্পনা মাফিক গুছিয়ে নিতে হবে, যেমন খাবার দাবার, কাপড়চোপড় এবং আরো আনুষঙ্গিক জিনিস।

ক্যাম্পারদের জন্য টিপস:
- ক্যাম্পিং এ যাবার আগে পুরো বিষয়টিকে আপনার কল্পনায় এঁকে নিন।
- আপনার ক্যাম্পিং এর অভভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ করো সাথে ক্যাম্পিং করে আসুন।
- সাথে অন্য একটি পরিবার বা কয়েকজন বন্ধু মিলে আসুন। এতে আপনার জিনিসপত্র শেয়ার করতে পারেন এবং আপনাদের বন্ধন আরো দৃঢ় হবে।
- বাড়ির পেছনের আঙিনায় ক্যাম্পিং করে নিজেকে ক্যাম্পিং অভ্যস্ত নিতে পারেন, বিশেষ করে তাবু খাটানো বা ভাঁজ করার প্রক্রিয়া জানা থাকা প্রযোজন। মোটকথা, নুতন প্যাকেট কিনে নিয়ে ক্যাম্পিং করতে যাবেন না।
- প্রাথমিক অবস্থায় শহরের কাছাকাছি কোনো ক্যারাভান পার্কে ক্যাম্পিং করতে পারেন যাতে প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন খাবার, পানি ইত্যাদির জোগাড় করতে যেন ঝামেলা না হয়।
- ক্যাম্পিং এ যাবার আগে অবশ্যই সেদিনের এবং আগামী কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে অবগত হবেন। প্রচন্ড গরম হতে পারে, আবার প্রচন্ড ঠান্ডা, ঝড়-বৃষ্টিও হতে পারে। আবহাওয়া অনুযায়ী প্রস্তুতি নিন তবে বাজে আবহাওয়ার জন্য সবদা প্রস্তুত থাকবেন।
- ক্যাম্পসাইটের সব ধরণের নিয়ম মেনে চলবেন ।
- আগুন জ্বালিয়ে ক্যাম্পফায়ার কিংবা বারবিকিউ করলে অবশই নিশ্চিত হবেন যে তা পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। আপনার অবহেলা এবং অসচেতনতায় ভয়াবহ দুর্ঘটনা যেমন বুশফায়ারের সূত্রপাত হতে পারে। মনে রাখবেন “ফায়ার ব্যান” দিনে আগুন জ্বালানো নিষেধ।
- আপনার সাথে ছোট বাচ্চা থাকলে তাদের দিকে লক্ষ্য রাখুন।
- খাবার দাবার কি করবেন এবং কোন জিনিস কতটুকু সাথে নিতে হবে সে পরিকল্পনা করে নিবেন।
- ক্যাম্পিং চেকলিস্ট ফলো করুন যেন ভুলে দরকারি কোনো কিছু ফেলে না যান। আপনাদের সুবিধার্থে ক্যাম্পিং করতে যে সকল উপকরনাদি প্রয়োজন তার বিস্তারিত তালিকা এই লেখার শেষে যুক্ত করা হয়েছে।
আপনারা যারা ক্যাম্পিং করতে চান কিন্তু আগে কখনো ক্যাম্পিং করেন নি তাদের এই জন্যই এই তালিকাটি চেকলিস্ট আকারে প্রকাশ করা হলো। আপনি কোথায়, কিভাবে ক্যাম্পিং করছেন তার উপর নির্ভর করছে এই তালিকা, কাজেই সে বিচারে এই তালিকাটি সম্পূর্ণ তালিকা নয়। তবে অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশী কমুনিটির মুটামুটি সবার এই তালিকা কাজে আসবে । আপনাদের ব্যবহারের সুবিদার্থে এই তালিকাটিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যেমনঃ ক্যাম্প-সাইটে ক্যাম্প করতে প্রয়োজনীয় যে সব উপকরণ লাগবে তার বর্ণনা ক্যাম্প-সাইট সেকশনে দেয়া হয়েছে । কয়েক দিন থাকতে হলে যে খাবার দাবার ও উপকরণ প্রয়োজন তা ভোজন সেকশনে দেয়া হয়েছে। ক্যাম্পিং এ গেলে গেলে খুব সাদামাটা খাবার ব্যবস্থা করা উচিৎ, ভাত খেতেই হবে এমন কথা নেই, কিংবা পোলাও-বিরিয়ানি। ক্যাম্পে আপনার অবস্থানকালে যে সকল মৌলিক উপকরণ আবশ্যক তা নিজ দ্বায়ীত্বে যোগ করে নিবেন এবং আমাদের জানাবেন। এদের সব কিছুই যে লাগবে তা নয়, এদের কিছু কিছু ব্যক্তিত্ব প্রকাশেরও অনন্য উপকরণ।
