বিগত কয়েক বছরে অস্ট্রেলিয়াতে পানিতে ডুবে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যু করেছেন। সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়াতে বাঁধের পানিতে ডুবে বাংলাদেশি দম্পতির ১৮ মাসের এক শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়।
এ সকল ঘটনা অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নামিয়ে আনে। এসব মর্মান্তিক দুর্ঘটনার পেছনে রয়েছে সেগুলো হলো সাঁতারে অদক্ষতা, সমুদ্র-সৈকতের বা ওয়াটার ফিচারের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে অনভিজ্ঞতা এবং নিজের দক্ষতা সম্পর্কে কোনো ধারণা না থাকা।
অস্ট্রেলিয়াতে প্রতিবছর প্রায় ২৫০ জন পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। তাদের মধ্যে বীচ বা বে তে ৩৫% লেক-নদী-ড্যাম (বাধ) ৩৪% মৃত্যু বরণ করেন। ১৫ -২৪ বছর বয়সী গ্রূপে এই হার ২২% হারে বাড়ছে। সামনে গ্রীষ্ম আসছে, অনেকেই আত্মীয় – বন্ধুদের সাথে ঘুড়তে বার হবেন, ছড়িয়ে পড়বেন চারপাশে। যেখানেই যান, অযথা ঝুঁকি নিবেন না।