খুব মজার কিছু স্মৃতি আছে উডহিল পর্বত ঘুরতে গিয়ে।  অনেক ভোরে সূর্য উদয় দেখবো বলে আমার বন্ধু শায়লা টিংকু (রোকসানা) অনেক পটিয়ে নিয়ে গিয়েছিলাম সাথে। আশেপাশে  আরও এক্সপ্লোর করতে সিলাওতি নওশি পরে যোগ দিয়েছিল । এই লিখাটা লিখবার সময় অনেক অনেক সুখময় স্মৃতি গুলো মনে চলে এলো। শেয়ার করতে ইচ্ছে হলো কিছু স্মৃতিময় সৌন্দর্য।

খুব সকালেই বার হয়ে গিয়েছিলাম । উডহিল পর্বতে হাঁটাহাঁটি করার সময় রোকসানাকে বলেছিলাম চলো আরেকটু যাই, আরেকটু যাই । এরকম করতে করতেই পথ হারিয়ে ফেলেছিলাম । আমার বান্ধবী খুব ভীতু প্রকৃতির। হোটেলে ঘুমন্ত স্বামী, সন্তানদের জন্য হাহাকার করতে শুরু করে দিয়েছিলো।

আমার মাঝে মাঝে অদ্ভুত এক শখ মাথায় চেপে বসে, যেমন বন জঙ্গলে সাপ খুঁজে বেড়ানো। মোবাইলের নেটওয়ার্ক কাজ করছিল না। তাই জিপিএস অকেজো। আজ বেশিক্ষন সেটা করা গেলো না, এর মাঝে নিঝুম ওই রাস্তায় হুড খোলা গাড়ি থামিয়ে এক মাতাল কি জানি কি বলতে চাইলো আমাদের অসহায় ভেবে! আমি বাংলায় সেইরকম গালি শুরু করলাম! একরকম উল্টো ভয় পেয়ে চলে গেল সে!কিছুক্ষণ পরে বিশাল এক ট্রাক যাবার পথে আমাদের পাশে থামিয়ে, ড্রাইভার কঠিন গলায় বলল এই রাস্তা বিপদজনক, নির্জন ফিরে চাও। আমার বান্ধবী আরো ঘাবড়ে গেল। আমি নির্বিকার মহানন্দে ছবি তুলে বেড়াচ্ছি মোবাইলে। ওর হাবভাব দেখে মনে হচ্ছিল ও আমার সাথে জীবনে আর কোনোদিন কোথাও যাবে না! লক্ষী মেয়ে বলে কথা।

একবার এদিকের পথ ধরে অনেকদূর, আবার উল্টোদিকে পথ ধরে আরেকটু এভাবে করতে করতে প্রায় এক ঘন্টা হাটার পর একসময় কাছাকাছি পৌঁছে গেলাম। হারিয়ে যাবার সে যে কি আপার আনন্দ এ আমি বুঝিয়ে বলতে পারবো না (অন্যদের বকুনি খাওয়ার ভয়ে) !

অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার আছে এখানে। বন্ধু কিংবা পরিবার এবং বাচ্চাদের নিয়ে সময় কাটাবার সব উপকরণ এখানে রয়েছে। নিঃসন্দেহে ঘুরে আসতে পারেন আপনারা।