অর্গান পাইপ্স – গ্যলার রেঞ্জ ন্যাশনাল পার্কের (Gawler Ranges National Park) অন্যতম আকর্ষন অর্গান পাইপ সদৃশ পাহাড়। ১৫০০ মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির ক্রম অগ্নুৎপাতে সৃষ্ট এই ভূ-প্রকৃতি। পার্কের বেশ বড় অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই গ্রানাইটের গম্বুজ আর লাল রাইওলাইটের স্তম্ভ যা অর্গান পাইপের আকারে দৃশ্যমান। তবে দুয়েকটি স্পট ছাড়া এগুলোর কাছাকাছি যাওয়া সাধারণ পর্যটকদের জন্য দুঃসাধ্য। সেরকম একটি স্পট মাউন্ট আইভ স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্টেশন থেকে আমাদের বলে না দিলে আমরা এটি সম্পর্কে জানতাম না কারণ গুগল ম্যাপে বা ওয়েবসাইট কোথাও এর অস্তিত্ব নেই।
পথে বেশ খানিকটা অংশ রাস্তা এবড়ো থেবড়ো। ফোর হুইলার (4×4) ছাড়া না যাওয়াই ভালো এ অংশ। এক সময় সে রাস্তা শেষ হয়ে এলে প্রায় ছ-সাতশো মিটার হাঁটা পথ। হাইকিং জুতো এবং পুরো পা ঢাকা থাকলে ভালো হয় এ অংশে কারণ এ ধরণের ঝোপঝাড়ে সাপের উৎপাত অনেক বেশি। আর স্প্রিং সিজনে (সেপ্টেম্বর – ডিসেম্ভর) এরা বেশ সক্রিয় হয়ে ওঠে। দু-তিনটে আমাদেরই নজরে এসেছে। আমরা অবশ্য এর জন্য প্রস্তূত ছিলাম না কিন্ত এতদূর এসে এমন অদ্ভুদ প্রকৃতি না দেখে কি ফিরে যাওয়া যায়!
পড়ুন মাকশুমুল হকের আরো লেখা
ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।
অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।
ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।
ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।
আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।