প্রথমে বলি কখন প্লান করা উচিত। সময় নিয়ে চিন্তার কিছু নাই, আরোরা দেখার সিজনটা বেশ লম্বা। অক্টোবর থেকে মার্চ বছরের এই ছয় মাসের যে কোন মাসেই প্লান করতে পারেন আপনাদের সুবিধা মত। এই ছয় মাস আরোরার দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার বলবো কোথায় প্লান করা উচিত! আপনারা হয়তো অনেকেই জানেন যে আর্কটিক সার্কেলের যে কোন দেশেই আরোরা দেখা যায়। এমনকি মাঝে মাঝে আমেরিকার নর্দান স্টেট গুলো থেকেও দেখা যায়। আমি এখন কিছু এলাকার লিস্ট দিবো যেখানে গেলে অরোরার দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
- ফেয়ারব্যাঙ্কস (Fairbanks), আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র
- ট্রমসো (Tromsø), নরওয়ে
- রেকজাভিক (Reykjavik), আইসল্যান্ড
- ইয়েলোনাইফ (Yellowknife), কানাডা
- ইউকন (Yukon), কানাডা
- আবিস্কো (Abisko), সুইডেন
- রোভানিমি (Rovaniemi), ফিনল্যান্ড
- কিরুনা (Kiruna), সুইডেন
- স্বালবার্ড (Svalbard), নরওয়ে
- মুরমানস্ক (Murmansk), রাশিয়া
- যে দেশ থেকেই অরোরা দেখার প্লান করেন না কেন, অরোরার লোকেশন গুলো অনেক ঠান্ডা! লেয়ারে লেয়ারে ৫/৬ টা মোটা কাপড় পরে ফুটবল হয়ে বাইরে গেলেও ১ মিনিটে ঠান্ডায় কাবু হয়ে যাওয়ার মত বিশ্রী ঠান্ডা এসব এলাকা। আমি যখন আলাস্কা ছিলাম রাতে মাইনাস ২৪/২৫ ডিগ্রী সেলসিয়াস ছিল! তাহলে বুঝেন নিউইয়র্কের ঠান্ডাও এই ঠান্ডার কাছে কিছু না। তাই সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত।
- অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিবেন যাওয়ার আগে।
- এলাকা সম্পর্কে ভালমত স্টাডি করে যাবেন।
- সব বুকিং এ্যাডভান্স করতে হবে। ৩-৬ মাস আগে থেকে বুকিং করলে ভাল। হুট করে প্লান না করায় ভাল কারন এইসব এলাকায় ট্রাভেল করা বেশ ব্যায়বহুল। এ্যাডভান্স বুকিং অনেক সময় সাশ্রয়ী হয় ।
পড়ুন পাপিয়া শারমিনের আরো লেখা
ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।
অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।
ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।
ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।
আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।