আমার সহধর্মিনী এবং আমি একই ল্যাবে পড়াশুনা ও কাজ করার সুবাধে ২০২৩ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের অকল্যান্ড এ যাবার সুযোগ হয়েছিল। সে অভিজ্ঞতাই সাথে শেয়ার করছি সবার সাথে।

আমি জেমস কুক বিশ্ববিদ্যালয়ের কেয়ার্নস ক্যাম্পাস এ পোস্টডক্টরাল গবেষক হিসেবে কর্মরত। আমার সহধর্মিনী ইতি একই ল্যাবে এমফিল করছেন। দুজনেরই গবেষণায় ইমুউনোলজি (Immunology) বিষয় থাকায় আমাদের গবেষণা পোস্টার আকারে প্রকাশ করার অনুমতি মেলে ২০২৩ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সোসাইটি ফর ইমুউনোলজি সম্মেলনে। সেই সুবাদে আমরা ২ ডিসেম্বর রওনা দেই কেয়ার্নস থেকে এবং মেলবোর্ন হয়ে অকল্যান্ড এ যাই ৩ তারিখ। সম্মেলনটি অনুষ্ঠিত হয় অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে যা অকল্যান্ড শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইমুনোলজিস্টরা তাদের গবেষণা প্রচার ও প্রকাশ করে। অপূর্ব সুন্দর অকল্যান্ড শহরের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়টিও বেশ পরিপাটি ও সুন্দর।

অকল্যান্ড শহর নিউজিলান্ডের উত্তর আইলান্ডের একেবারে উত্তরের শহর। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই শহরের প্রতিটা অলিগলি বেশ পরিচ্ছন্ন। খ্রীষ্টমাস এর পূর্বে হওয়ায় মোড়ে মোড়ে খ্রীষ্টমাস ট্রি এবং অপরূপ লাইটিং। আমরা দিনের বেলায় স্কাই টাওয়ার ভিসিট করি যেখান থেকে মোটামুটি পুরো অকল্যান্ড শহর দেখা যায়। স্কাই টাওয়ার টি ৩২৮ মিটার যা সিডনি টাওয়ার ও আইফেল টাওয়ার এর চেয়ে বেশি উঁচু।

মাউন্ট ইডেন হল আগ্নেয়গিরির ফলে সৃষ্ট একটি পর্বত যেখান থেকে পুরো অকল্যান্ড শহর দেখা যায়। এটি অকল্যান্ড সিবিডি (CBD) থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে। মাউন্ট ইডেন এর উপরে উঠলে এখনো আগ্নেয়গিরির মুখের অবয়ব দেখা যায়।

হবিটন মুভি সেট মানব সৃষ্ট আরেকটি জায়গা যেটি মোটামুটি সব পর্যটকের বাকেট লিস্টে থাকে যারা অকল্যান্ড ঘুরতে যায়। এটি অকল্যান্ড থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে হবিটন শহরে অবস্থিত। এখানে মূলত ‘The Hobbit‘ মুভি সিরিজ ও ‘The Lord of the Rings‘ মুভির জন্য বানানো সেট। এটি একটি ভেড়ার ফার্ম এর মধ্যে তৈরী যেখানে এখনো প্রায় ১৩ হাজার ভেড়া রয়েছে। প্রতিদিন প্রায় হাজার খানেক পর্যটক এখানে ঘুরতে যায়।

 

ওয়াইটোমো গ্লোওয়ার্ম (Waitomo Glowworm) গুহা একটি অষ্টম প্রাকৃতিক সৌন্দর্যের মতো যেখানে হাজার হাজার গ্লোওয়ার্ম লার্ভা মুক্তার মতো আলো ছড়াচ্ছে ঘুটঘুটে অন্ধরকার গুহার ভিতরে। এই গুহাটি মূলত চুনাপাথর দিয়ে তৈরী এবং মিলিয়ন বছর ধরে এটি এখনো পরিবর্তিত হচ্ছে। এটিও অকল্যান্ড থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণে ওয়াইটোমো গ্রামে অবস্থিত।

আরো পড়ুন সানফ্লাওয়ার ফার্ম

অকল্যান্ড শহর থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হুকা (Huka) জলপ্রপাত, অসাধারণ সুন্দর নীল জল প্রবাহ করে। এটি মূলত ওয়াইকাতো (Waikato) নদীর উপর প্রবাহিত।

পরিশেষে যারা অস্ট্রেলিয়াতে স্থায়ী রেসিডেন্ট ভিসায় আছেন তাদের জন্য একটি পরামর্শ। নিউজিল্যান্ডে ভ্রমণ করতে হলে আপনারা অবশ্যই NZeTA আবেদন করবেন। এই ভিসা ছাড়া আপনাকে নিউজিল্যান্ড ঢুকতে দেবেনা এবং এটি পেতে মাত্র ১-৩ দিন সময় লাগে। একবার অনুমোদন পেলে ২ বছর পর্যন্ত নিউজিল্যান্ড যাওয়া যাবে।

পড়ুন সুচন্দন সিকদারের আরো লেখা

 

ঘুরুঞ্চি ম্যাগাজিনের সকল কর্মকান্ড নট ফর প্রফিট, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকল কাজ পরিচালিত হচ্ছে।

অত্যন্ত ভরাক্রান্ত মনে জানাতে হচ্ছে যে আমাদের সম্মানিত লেখকদের জন্য কোনো তহবিল এই মুহূর্তে আমাদের কাছে নেই। অদূর ভবিষ্যতে তহবিল গঠন করতে পারা গেল এই অবস্থার পরিবর্তন হতে পারে।

 

ঘুরুঞ্চির ওয়েবসাইট পরিচালনা করতে আমাদের সপ্তাহে ৮-১২ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে আমাদের কাজ শুধুমাত্র স্বেচ্ছাসেবক এবং স্ব-অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা ঘুরুঞ্চিতে বিজ্ঞাপন দিয়ে, অনুদান দিয়ে, স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করতে পারেন।

ঘুরুঞ্চির ভ্রমণ ছবি ব্লগের ছবি থেকে আপনার পছন্দসই ছবি পেপার প্রিন্ট, ফাইন আর্ট প্রিন্ট, ওয়াল আর্ট এবং ডেস্ক আর্ট হিসাবে কেনার ব্যবস্থা রয়েছে। আপনারা ছবি কেনাকাটা করলে আমরা অল্প পরিমাণ কমিশন পাব, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যাবস্থার হবে, যা ঘুরুঞ্চির ক্রমবিকাশ এবং সম্প্রসারে ব্যবহার হবে।

আমরা আপনার সমর্থনের জন্য কৃতজ্ঞ।